spot_img

যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে সৌদি আরব

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্র সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তথ্য মতে, একটি এফ-৩৫ যুদ্ধবিমানের গড় মূল্য প্রায় ৮২ দশমিক ৫ মিলিয়ন ডলার। ট্রাম্প বলেন, আমরা এফ-৩৫ বিমান বিক্রি করতে যাচ্ছি। তারা আমাদের দারুণ মিত্র।

দুই নেতা আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় হোয়াইট হাউসে বৈঠকে বসবেন। সাত বছর আগে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই সালমানের প্রথম হোয়াইট হাউস সফর।

মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছিল, খাসোগির বিরুদ্ধে অপারেশনের অনুমোদন যুবরাজ সালমানই দিয়েছিলেন। তবে তিনি হত্যাকাণ্ডে কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছেন।

মোহাম্মদ বিন সালমান সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেন ২০১৮ সালে, ট্রাম্পের প্রথম মেয়াদে। ওই বছরই ইস্তাম্বুলে খাসোগি হত্যাকাণ্ড ঘটে। সাম্প্রতিক সময়ে গত মে মাসে রিয়াদে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়। সেখানে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে সম্মত হয়, যেটিকে হোয়াইট হাউস ছয়শ’ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির অংশ হিসেবে “অস্ত্র বিক্রিতে ইতিহাসের সবচেয়ে বড় সমঝোতা” বলে উল্লেখ করেছিল।

সৌদি আরব যুক্তরাষ্ট্রের অন্যতম বড় অস্ত্র ক্রেতা। তবে তাদের কাছে এফ-৩৫ বিক্রির খবর ইসরায়েলে উদ্বেগ তৈরি করেছে। দেশটির কর্মকর্তারা বলছেন, এ সিদ্ধান্ত ইসরায়েলের সামরিক কৌশলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই এফ-৩৫ রয়েছে।

মঙ্গলবারের বৈঠকে ট্রাম্প সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে ‘আব্রাহাম অ্যাকর্ড’-এ যুক্ত হওয়ার জন্য চাপ দিতে পারেন। সৌদি আরব বরাবরই বলছে, তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তবসম্মত পথ দেখানোকে এ ধরনের চুক্তির শর্ত হিসেবে দেখে।

লকহিড মার্টিনের নির্মিত এফ-৩৫–এ রয়েছে স্টেলথ প্রযুক্তি, যা শত্রুর রাডারে বিমানটিকে ধরা পড়তে দেয় না। এছাড়া শত্রুপক্ষ দেখার আগেই এটি প্রতিপক্ষকে শনাক্ত করতে সক্ষম। পাইলটের হেলমেটে থাকা উন্নত ডিসপ্লে সিস্টেমের মাধ্যমে অন্যদিকে মুখ করে থাকলেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেন। শত্রু রাডার নিষ্ক্রিয় করা, আক্রমণ প্রতিহত করা এবং অপারেশন সংক্রান্ত সব তথ্য কমান্ডারের সঙ্গে তাৎক্ষণিক ভাগ করার ক্ষমতাও রয়েছে এ বিমানের।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ