পিছিয়ে পড়ার পর পেনাল্টি মিসে তিউনিসিয়ার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়লো ব্রাজিল। ফলে বছরের শেষ ম্যাচটিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। লক্ষ্যচ্যুত শট ও ভুল পাসের কারণে বল হারানো তো ছিল–ই, এর সঙ্গে যুক্ত হয় লুকাস পাকেতার পেনাল্টি মিসের হতাশা।
গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে ফ্রান্সের লিলেতে ব্রাজিল নেমেছিল আগের ম্যাচে তুলনামূলক শক্তিশালী আফ্রিকান দেশ সেনেগালকে হারানোর সুখস্মৃতি নিয়ে। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতিতে এবার তারা ধাক্কা খেলো তিউনিসিয়ার কাছে। ৭৩ শতাংশ বলের দখল রেখে ব্রাজিল ২২টি শট নেয়, এর মধ্যে লক্ষ্যে ছিল মাত্র তিনটি। অন্যদিকে, ৭ শটের মধ্যে দুটি লক্ষ্যে ছিল তিউনিসিয়ার।
ব্রাজিল ম্যাচের একমাত্র গোলটি পায় এস্তেভাও উইলিয়ানের নেওয়া দারুণ এক পেনাল্টি থেকে। এর আগেই তারা অগোছালো খেলার একপর্যায়ে হাজেম মাস্তুরির গোলে ২৩ মিনিটে পিছিয়ে পড়ে। প্রথমার্ধে সেই গোল শোধ করলেও, পাকেতার নেওয়া আরেকটি পেনাল্টি মিস ও লক্ষ্যহীন সব শটের কারণে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে। আগের ম্যাচেই দাপুটে ও ছন্দময় ফুটবল উপহার দেওয়া সেলেসাওরা আবারও ছন্দ হারাল। যা বিশ্বকাপের আগে আনচেলত্তি ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বড় ভাবনার কারণ!
শুরু থেকেই ব্রাজিল ক্রমাগত তিউনিসিয়ার রক্ষণকে তটস্থ করে রাখলেও তাতে ধার ছিল না। তারই সুযোগ নিয়ে ২৩তম মিনিটে মাস্তুরি ডি-বক্সে সতীর্থের বাড়ানো পাস পেয়ে কোনাকুনি শটে জালে জড়ান। গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠেন রদ্রিগো-ভিনিসিয়ুসরা। অসাধারণ এক ফ্রি-কিকে গোলের কাছাকাছিও ছিলেন রদ্রিগো। কিন্তু রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের শট কর্নারের মাধ্যমে ফেরান তিউনিসিয়া গোলরক্ষক। ৪৪ মিনিটে তাদের বক্সে হ্যান্ডবল হলে ব্রাজিল পেনাল্টি পেয়ে যায়। বাঁ পায়ের জোরালো শটে এস্তেভাও স্কোরলাইন ১-১ করেন।
এ নিয়ে জাতীয় দলের সর্বশেষ ৬ ম্যাচে পঞ্চম গোল করলেন ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার। যদিও চেলসির এই তরুণ তারকাকে অ্যাটাকিং মিড কিংবা ফরোয়ার্ড হিসেবেই খেলাচ্ছেন আনচেলত্তি। তার প্রতিদান দিয়ে চলতি বছরে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন এস্তেভাও। বিরতির পরও আগ্রাসী মনোভাব ধরে রাখে ব্রাজিল। তবে এবারও প্রতিপক্ষের রক্ষণে তাদের শট আটকে যাচ্ছিল। এরই মাঝে এডার মিলিটাও ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন।
আগের ম্যাচে গ্যাব্রিয়েল মাগালায়েস এবং এবার মিলিটাওয়ের চোট তাদের জন্য ভাবনার কারণ। যদিও মার্চের আগে ব্রাজিলের আর ম্যাচ নেই। তবে এই তারকা ডিফেন্ডারের ক্লাব আর্সেনাল ও রিয়াল মাদ্রিদকে ভুগতে হতে পারে। বদলি হিসেবে প্রথমবার ভিটর রকিকে সুযোগ দিয়েছিলেন আনচেলত্তি। তাকে ফাউল করায় ব্রাজিল ৭৬ মিনিটে পেনাল্টি পায়। কিন্তু অভিজ্ঞ এই মিডফিল্ডার উড়িয়ে মেরে জয়ের আশা ভেস্তে দেন।

