spot_img

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: আইন উপদেষ্টা

অবশ্যই পরুন

শেখ হাসিনার ফাঁসির আদেশ দেয়ার মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজ জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ সোমবার (১৭ নভেম্বর) আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, পৃথিবীর যেকোনো আদালতে বিচার হলে সাজা পেতো শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য আবার যদি চিঠি দেয়া হবে। এরপরও যদি ভারত তাকে ফেরত না দেয়, তা দেশের মানুষের সাথে ভারতের শত্রুতা ও অতন্ত্য নিন্দনীয় হবে বলে জানান তিনি।

এর আগে, শেখ হাসিনার বিচারের রায়ের পরপরই আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন– শেখ হাসিনার মৃত্যুদণ্ড। শোকর আলহামদুলিল্লাহ।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সর্বশেষ সংবাদ

দাউদ ইব্রাহিম প্রসঙ্গে এবার কথা বললেন নোরা ফাতেহি

মুম্বাইয়ের এক রেভ পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজার উপস্থিতিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। আর ঐ পার্টিতে   নিজের নাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ