spot_img

পরকীয়ার জেরে খুন, ২৬ টুকরা মরদেহ উদ্ধার, বন্ধু-প্রেমিকা গ্রেফতার

অবশ্যই পরুন

জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের (৪২) দুই ড্রামভর্তি ২৬ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি জারেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) রাতে গোয়েন্দা পুলিশ ও র‍্যাব-৩-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিবি জানায়, রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জারেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি)।

এদিকে র‍্যাব-৩ জানায়, আশরাফুলকে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করার মামলায় মূল আসামি জারেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি নিহত আশরাফুলের ২৬ খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আশরাফুল হকের বন্ধু জারেজকে আসামি করে গতকাল শুক্রবার শাহবাগ থানায় মামলা করে নিহতের পরিবার।

সর্বশেষ সংবাদ

‘আমরা একই লোকের সঙ্গে প্রেম করতাম’, কে ঠকিয়েছিল কাজল-টুইঙ্কলকে?

একই ব্যক্তির প্রেমে পড়েছিলেন কাজল ও টুইঙ্কেল খান্না। টুইঙ্কল এই গোপন কথা ফাঁস করার পর কাজল লজ্জায় লাল হয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ