spot_img

জলবায়ু সংকটই এখন স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও

অবশ্যই পরুন

জলবায়ু সংকটকে এখন সরাসরি স্বাস্থ্য সংকট হিসেবে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সরাসরি মানুষের স্বাস্থ্যের ওপর পড়ছে। তাই এখন সময় এসেছে জলবায়ু সম্মেলনগুলোতে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু করার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে।

ব্রাজিলের বেলেমে জাতিসংঘের চলমান কপ-৩০ সম্মেলনে অংশ নিয়ে টেড্রোস আধানম জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনায় স্বাস্থ্যকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে টেড্রোস বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সবচেয়ে শক্তিশালী যুক্তি হলো মানুষের স্বাস্থ্য। কিন্তু দীর্ঘদিন ধরে জলবায়ু আলোচনায় স্বাস্থ্যকে উপেক্ষা করা হয়েছে।” তিনি আরও যুক্ত করেন, মানুষকে নিজেদের বা সন্তানদের স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা বোঝানো অনেক সহজ, যা স্বাস্থ্যকে মানুষের আরও কাছের বিষয় করে তোলে।

টেড্রোস জানান, বৃহস্পতিবার কপ-৩০-এর ‘স্বাস্থ্য দিবস’ হিসেবে পালিত হবে। এদিন আয়োজক দেশ ব্রাজিল স্বাস্থ্যকেন্দ্রিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা ঘোষণা করবে। ডব্লিউএইচও আশা করছে, এটি অন্যান্য দেশকে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকির মোকাবিলা করতে সহায়তা করবে।

ডব্লিউএইচও’র পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান রুডিগার ক্রেখ বলেন, যদিও জলবায়ু সম্মেলনগুলোতে স্বাস্থ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবুও এখনো আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত আলোচনার কোনো নির্দিষ্ট স্থান তৈরি হয়নি। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর কপ-৩১-এ স্বাস্থ্য আনুষ্ঠানিকভাবে আলোচনার অংশ হবে।

সর্বশেষ সংবাদ

বিশ্বরেকর্ডের ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন ক্যাম্পবেল

২০১৯ সালের মে মাসে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে খেলেছিলেন জন ক্যাম্পবেল। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১৩৭ বলে ১৭৯...

এই বিভাগের অন্যান্য সংবাদ