spot_img

চুলে অতিরিক্ত কলপে হতে পারে ক্যান্সারও

অবশ্যই পরুন

প্রিয় তারকার মতো দেখতে চুল রাঙাতে গিয়ে বিপদের মুখে পড়লেন চিনের ২০ বছরের তরুণী হুয়া (নাম পরিবর্তিত)। জানা গেছে, নিয়মিত চুলে রং করার অভ্যাস থেকেই তাঁর কিডনিতে গুরুতর প্রদাহ দেখা দিয়েছে। প্রথমে পায়ে লাল ছোপ, গাঁটে অসহ্য ব্যথা ও পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হতেই ধরা পড়ে ভয়ানক কিডনি ড্যামেজ।

ঝেংঝৌ পিপলস হাসপাতালের চিকিৎসক তাও চেনইয়াং জানিয়েছেন, ওই তরুণী নিজের প্রিয় তারকার চুলের রঙ পাল্টালেই সঙ্গে সঙ্গে পার্লারে যেতেন। যদিও কার অনুকরণে এমন বিপত্তি ঘটেছে তা জানা যায়নি, তবে পরিবার ধারণা করছে — কে-পপ তারকাদের নকল করতে গিয়েই এই সর্বনাশ।

চিকিৎসক তাও সতর্ক করে বলেন, “অনেক হেয়ার ডাই-এ সিসা ও পারদের মতো বিষাক্ত উপাদান থাকে, যা কিডনি ও ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে, এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়ায়।” বিশেষত অল্পবয়সিদের ক্ষেত্রে এই ক্ষতি আরও ভয়ানক হতে পারে।

এ ঘটনার পর সোশ্যাল মিডিয়াতেও উঠেছে সমালোচনার ঝড়। এক নেটাগরিকের মন্তব্য— “তারকাকে নকল করতে গিয়ে নিজের শরীর নষ্ট করার মানে হয় না।” আরেকজন লিখেছেন, “ঘন ঘন ব্লিচ ও ডাই ব্যবহার করাই সর্বনাশ ডেকে এনেছে।”

বিভিন্ন গবেষণাও জানাচ্ছে একই কথা। ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথ–এর ২০২২ সালের এক সমীক্ষা বলছে, দীর্ঘদিন ধরে পার্মানেন্ট হেয়ার ডাই ব্যবহার ব্লাডার ক্যানসারের ঝুঁকি বাড়ায়। আবার টক্সিকোলজি রিপোর্টস (২০২১)-এর মতে, ভারী ধাতু মিশ্রিত রং লিভার ও কিডনির ক্ষতি করে এবং হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়।

শুধু চিন নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও একই আশঙ্কা দেখা গিয়েছে। ২০২৩ সালে প্রাক্তন হেয়ারস্টাইলিস্ট হেক্টর কোরভেরা ব্লাডার ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ল’রিয়াল-সহ ১১টি সংস্থার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ, প্রসাধনী সংস্থাগুলির অবহেলাই তাঁর অসুস্থতার কারণ।

চিকিৎসকদের পরামর্শ, চুলে রং করার আগে উপাদান ভালোভাবে দেখে নিতে হবে এবং অতিরিক্ত ব্যবহার এড়ানো উচিত। দস্তানা পরে, খোলামেলা স্থানে রং করা ও ভারী ধাতুমুক্ত পণ্য ব্যবহারই সবচেয়ে নিরাপদ উপায়।

বিশেষজ্ঞদের একবাক্য উপদেশ — তারকাদের মতো দেখাতে চাওয়া স্বাভাবিক, কিন্তু নিজের শরীরের ক্ষতির বিনিময়ে নয়। স্বাস্থ্যই হোক ফ্যাশনের প্রথম শর্ত।

সর্বশেষ সংবাদ

বিশ্বরেকর্ডের ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন ক্যাম্পবেল

২০১৯ সালের মে মাসে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে খেলেছিলেন জন ক্যাম্পবেল। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১৩৭ বলে ১৭৯...

এই বিভাগের অন্যান্য সংবাদ