spot_img

‘ফের কেউ ফ্যাসিবাদী আচরণ করলে এ প্রজন্ম ডাবল লাল কার্ড দেখাবে’

অবশ্যই পরুন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। যারা ভবিষ্যতে ফ্যাসিবাদী-স্বৈরাচারী আচরণ করবে, তাদের জন্য এ প্রজন্ম ডাবল লাল কার্ড তৈরি করে রাখবে।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছাত্র শিবির আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন। আওয়ামী লীগ কি মানুষ না পশু? আওয়ামী লীগ মানুষ নয়। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কোনো পশুর চেয়ে নিকৃষ্ট প্রাণীর প্রতি কেউ দয়া দেখাতে পারে না।’

জাহিদুল ইসলাম বলেন, ‘আপনারা বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগের সব মামলা উঠিয়ে নেবেন। আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার? আপনারা ক্ষমতায় আসার আগে নিজেদের ক্ষমতার চেয়ারে কল্পনা শুরু করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘একেক জন বিদেশ থেকে বসে বসে এই দেশকে পরিচালনা করছেন। খুনি হাসিনা ছাত্র সমাজের অভ্যুত্থানে পতন হয়ে হেলিকপ্টারে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় তার নেতাকর্মীর কথা কি মনে ছিল না? নেতাকর্মীদের মৃত্যুর মুখে রেখে যে নেত্রী পালিয়ে যায় সেই নেত্রীর কথা শুনে আজ যারা ইঁদুর দৌড় খেলা খেলছে, তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদের লজ্জা থাকার কথা ছিল। যে নেত্রী আপনাদের রেখে পালিয়ে যায় তার কথা শুনে আবার আপনারা নিজেদের হুমকির মুখে ফেলছেন। সাবধান হয়ে যান।’

শিবির সভাপতি বলেন, ‘গত কয়েকদিন ধরে আপনারা যে অরাজকতা শুরু করেছেন। ময়মনসিংহে বাসে আগুন দিয়ে গাড়ির চালককে হত্যা করা হয়েছে। ঢাকাসহ সারাদেশে আগুন দেওয়া হয়েছে। এই আগুন দেওয়ার রাজনীতি আর চলতে দেওয়া যাবে না।’

সর্বশেষ সংবাদ

ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র: মাদুরো

ক্যারিবিয়ান দেশগুলোতে হামলা করার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার (১২ নভেম্বর) দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ