spot_img

দিল্লিতে বিস্ফোরণ: গাড়ির মূল মালিক গ্রেপ্তার

অবশ্যই পরুন

ভারতের নয়াদিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ওই গাড়ির মূল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হুন্দাই আই২০ গাড়ির ভেতর ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের

দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের বলেন, ধীরে চলা একটি গাড়ি লাল সিগন্যালে থেমেছিল। সেই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে আশপাশের আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, গাড়িটির মূল মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই গাড়ি এখনো তার নামেই নিবন্ধিত রয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ২০১৩ সালে গাড়িটি কিনেছিলেন। পরে তিনি গাড়িটি দিল্লির আরেক ব্যক্তির কাছে বিক্রি করেন। ওই ব্যক্তিও আবার সম্প্রতি গাড়িটি অন্য আরেকজনের কাছে বিক্রি করেছেন। গাড়িটির সর্বশেষ ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা ১৩ তে দাঁড়িয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১১ নভেম্বর) উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সর্বশেষ সংবাদ

ইন্দোনেশিয়ায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ