spot_img

স্টপটাইম ব্যান্ডের গিটারিস্টসহ তরুণী গায়িকা ডায়ানা গ্রেপ্তার

অবশ্যই পরুন

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ পুলিশ ১৮ বছর বয়সী তরুণী গায়িকা ডায়ানা লগিনোভা এবং গিটারিস্ট আলেকজান্ডার অরলভকে ফের গ্রেপ্তার করেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো গ্রেপ্তার করা হলো তাদের।

সোমবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যম দ্য মসকো টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। এতে বলা হয়েছে, এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন গায়িকা ডায়ানা এবং গিটারিস্ট আলেকজান্ডার। সবশেষ কারাদণ্ড শেষ হওয়ার পরই ফের গ্রেপ্তার হলেন তারা।

এর আগে অক্টোবরের মাঝামাঝিতে গ্রেপ্তার হয়েছিলেন তারা। ওই সময় তাদের ব্যান্ড স্টপটাইম সেন্ট পিটার্সবার্গে রাস্তায় উন্মুক্ত কনসার্টে যুদ্ধবিরোধী গান পরিবেশনা করেছিলেন। যা ব্যাপক ভাইরাল হয়েছিল তখন।

জানা গেছে, তরুণী গায়িকা ও ওই গিটারিস্ট কোনো ধরনের অনুমোদন ছাড়াই একটি কনসার্ট আয়োজনের জন্য ১৩ দিনের প্রশাসনিক গ্রেপ্তার শেষ হওয়ার পর সোমবার সকালে ফের গ্রেপ্তার করা হয় তাদের। গত মাসের শেষ দিকে আদালতের কার্যক্রমের মাঝামাঝি সময় এই জুটিকে একই থানায় নেয়া হয়। এর আগে তারা বাগদানের ঘোষণা দিয়েছিলেন।

এদিকে দ্বিতীয় প্রশাসনিক সাজা ভোগ করার পর মধ্যরাতে স্টপটাইম ব্যান্ডের ড্রামার ভ্লাদিস্লাভ লিওন্তেভকে মুক্তি দেয়া হয়।

অভিযোগ রয়েছে, তরুণী গায়িকা ডায়ানার বিরুদ্ধে রাশিয়ান সামরিক বাহিনীকে ‘অসম্মান’ করার অভিযোগ তোলা হয়েছে। সবশেষ অভিযোগগুলো গত মাসে সেন্ট পিটার্সবার্গের মধ্যাঞ্চলে একটি নিষিদ্ধ গান পরিবেশনার সঙ্গে সম্পর্কিত। তদন্তকারীরা দাবি করেছেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং রাজ্য কর্তৃপক্ষকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে গানে।

সর্বশেষ সংবাদ

৯৭ শতাংশ মুসলিম ভোটার মামদানিকে ভোট দিয়েছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটাররা বিগত ৪ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের পক্ষে ব্যাপকভাবে ভোট দিয়েছেন। একটি নতুন বুথফেরত জরিপের...

এই বিভাগের অন্যান্য সংবাদ