spot_img

ট্রাম্পের ভাষণ বিকৃত করার অভিযোগ: বিবিসি’র দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

অবশ্যই পরুন

বিবিসির সংবাদ পরিবেশনায় ‘গুরুতর ও সামগ্রিক পদ্ধতিগত’ পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন সংস্থাটির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস। সাবেক একজন পরামর্শকের আনা এই অভিযোগের মধ্যে, বিশেষত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য সম্পাদনার ঘটনা নিয়ে সমালোচনার মুখে পড়ে বিবিসি।

গাজা, ট্রান্সজেন্ডারদের অধিকার এবং ডোনাল্ড ট্রাম্পের মতো স্পর্শকাতর বিষয়ে সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন বিবিসির এডিটরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য যেভাবে সম্পাদনা করা হয়, সে জন্য বিবিসি ক্ষমা চাওয়ার প্রস্তুতি নেওয়ার মধ্যে রোববার তারা পদত্যাগ করলেন।

টিম ডেভি এক বিবৃতিতে বলেছেন, কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে। আর বিবিসি নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস বলেছেন, চূড়ান্তভাবে এই দায়ভার আমার। পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফে প্রকাশিত এক অভ্যন্তরীণ নথি অনুযায়ী, বিবিসি তাদের ‘প্যানোরামা’ তথ্যচিত্রে ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল হামলার সমর্থক-উদ্দেশ্যে দেওয়া ভাষণের অংশবিশেষ এমনভাবে জোড়া লাগিয়ে ব্যবহার করে, যাতে মনে হয় তিনি সমর্থকদের বেপরোয়াভাবে উৎসাহিত করছেন। সম্পাদিত বক্তব্যটি দাঁড়ায়: “আমরা ক্যাপিটলের দিকে যাচ্ছি এবং আমি সেখানে আপনাদের সঙ্গে থাকব এবং আমরা লড়াই করব। আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব।”

ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিবিসিকে ‘১০০% ভুয়া খবর’ এবং একটি ‘অপপ্রচারের যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি পদত্যাগের পরেও সোশ্যাল মিডিয়ায় বিবিসিকে আক্রমণ করে পোস্ট দেন।

সর্বশেষ সংবাদ

বিচ্ছেদ জল্পনার মাঝেই বিস্ফোরক সুনীতা, “সাত জন্মও গোবিন্দকে স্বামী হিসেবে চাই না”

বলিউড অভিনেতা গোবিন্দকে আর স্বামী হিসেবে চান না, এমন মন্তব্য করে ফের আলোচনায় এলেন তার স্ত্রী সুনীতা আহুজা। দীর্ঘ...

এই বিভাগের অন্যান্য সংবাদ