spot_img

মাঠে থাকবে সশস্ত্র বাহিনী, প্রত্যাহারের সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

চলমান পরিস্থিতিতে মাঠ থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

আজ রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “সশস্ত্র বাহিনী যেভাবে আছে, সেভাবেই মাঠে থাকবে। ৫০ ভাগ তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।” একইসঙ্গে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়েও কোনো ধরনের আশঙ্কার কথা উড়িয়ে দেন।

এর আগে, গত ৫ নভেম্বর এক ব্রিফিংয়ে সেনাসদরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেছিলেন, “লম্বা সময় বাইরে থাকায় সেনা সদস্যদের প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা চাই, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেনা সদস্যরা ব্যারাকে ফিরে আসুক।”

তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের আজকের বক্তব্য নিশ্চিত করল যে, বর্তমান পরিস্থিতিতে সরকার সশস্ত্র বাহিনীর উপস্থিতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ সংবাদ

‘মেয়ের কিডনি এখন আমার শরীরে’—বাবার অশ্রুসিক্ত স্মৃতিচারণ

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়াম আবু দাক্কার স্মৃতি এখনও তার বাবা রিয়াদ মোহাম্মদ আবু দাক্কার দেহে বেঁচে আছে,...

এই বিভাগের অন্যান্য সংবাদ