spot_img

তিন যুগ পর অক্ষয়ের সঙ্গে বাগদান নিয়ে কথা বললেন রবিনা

অবশ্যই পরুন

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাদের প্রেম নিয়ে সে সময় তুমুল আলোচনা ছিল। প্রেম, বিচ্ছেদ সব মিলিয়ে তাদের ব্যক্তিগত সম্পর্ক সেই সময়ের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে ওঠে। সময়ের সঙ্গে দুজনেই এখন নিজেদের জীবনে প্রতিষ্ঠিত ও সুখী। পুরোনো দিনগুলো অনেক আগেই পেছনে ফেলে এগিয়ে গেছেন তারা। তবু মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় আবারও চর্চায় উঠে আসে পুরোনো সেই সম্পর্কের প্রসঙ্গ বিশেষ করে ‘বাগদান’ ইস্যুটি।

সম্প্রতি এক পডকাস্টে রবিনাকে প্রশ্ন করা হয় এখনো অক্ষয়ের সঙ্গে তার সম্পর্ক ও বাগদান নিয়ে কেন এত আলোচনা হয়? আদৌ তাদের বাগদান হয়েছিল কি না, সেই প্রশ্ন নিয়েও দর্শকের আগ্রহ আছে। জবাবে রবিনা বলেন, আমি তো ভুলেই গিয়েছি। আমরা একসময় জনপ্রিয় জুটি ছিলাম, সেই পর্যন্তই। এখনও যখন দেখা হয়, আমরা গল্প করি, আড্ডা দিই। জীবনে সবাই এগিয়ে যায় একটা ব্যাপার নিয়ে কেউ বসে থাকে না।

তিনি আরও বলেন, এখন তো মেয়েরা প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড বদলায়। একটা সম্পর্ক ভেঙে গেলে এত আলোচনা হওয়ার কিছু নেই। বিয়ে হয়, আবার বিচ্ছেদও হয় মানুষ সেখান থেকেও এগিয়ে যায়। এটা মোটেও বড় কিছু নয়।

অক্ষয় এবং রবিনা দুজনেই নিজেদের সংসার, সন্তান আর কাজ  নিয়ে ব্যস্ত। সম্প্রতি রবিনার মেয়ে রাশা বলিউডে অভিষেক করেছেন ‘আজাদ’ সিনেমার মাধ্যমে। অন্যদিকে অক্ষয়ের ছেলে ফ্যাশন ডিজাইনিংয়ে ভবিষ্যৎ গড়তে চান। অন্যদিকে, দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন অক্ষয়-রবিনা জুটি। আসন্ন ‘ওয়েলকাম টু জঙ্গল’ সিনেমাতে তাদের সঙ্গে থাকছেন সুনীল শেট্টি। ১৯৯৪ সালের পর আবারও দেখা যাবে জনপ্রিয় এই ত্রয়ীকে একসঙ্গে।

সূত্র: হিন্দুস্তান টাইমস  

সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল বলছে- নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি- গণভোট হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ