spot_img

ইসরায়েল থেকে মুক্ত ৫ ফিলিস্তিনি

অবশ্যই পরুন

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল পাঁচজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। এতে পরিবারগুলোর মধ্যে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। সোমবার (৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় মুক্তিপ্রাপ্ত ওই পাঁচজনকে চিকিৎসা পরীক্ষার জন্য দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের সামনে স্বজনরা ভিড় জমান। কেউ কেউ মুক্তিপ্রাপ্ত প্রিয়জনকে জড়িয়ে ধরেন, আবার কেউ কেউ এখনও নিখোঁজ পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চালান।

‘এটি যুদ্ধবিরতির পর প্রথমবার ইসরায়েলি বাহিনী অজ্ঞাত পরিচয়ের ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে,’ বলে জানান খুদারি। বর্তমানে হাজারো ফিলিস্তিনি এখনো ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন, যাদের মধ্যে অনেকেই অভিযোগ ছাড়াই আটক আছেন। মানবাধিকার সংস্থাগুলোর ভাষায়, এটি এক ধরনের ‘স্বেচ্ছাচারী আটক’।

এছাড়াও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা রেড ক্রসের মাধ্যমে ইসরায়েল থেকে ৪৫ জন ফিলিস্তিনির দেহাবশেষ পেয়েছে।

সর্বশেষ সংবাদ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। আইরিশদের দেয়া ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪২ রানেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ