যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার প্রাণ গেছে দুই জনের। এছাড়াও আহত হয়েছেন আরও সাত জন। মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
সোমবার (৩ নভেম্বর) দেশটির দুয়াইর এবং আইতা আল-শাব শহর লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছোড়ে আইডিএফ। হামলায় হিজবুল্লাহর বিশেষ ইউনিট রাদওয়ান ফোর্সের কমান্ডার মোহাম্মদ আলি হাদিদকে হত্যার দাবি করেছে আইডিএফ। হাদিদের বিরুদ্ধে পুনরায় সন্ত্রাসী অবকাঠামো তৈরির চেষ্টার অভিযোগ তেল আবিবের।
হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে অভিযান জোরদারের হুমকির ঠিক একদিনের মাথায় চালানো হয়েছে এই আগ্রাসন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজের হুঁশিয়ারি, আগুন নিয়ে খেলছে হিজবুল্লাহ।

