spot_img

বিশ্বকাপ জয়ের পরেই বিয়ের ঘোষণা স্মৃতি মান্ধানার

অবশ্যই পরুন

ক্রিকেটে নতুন ইতিহাস লিখল ভারতীয় নারী ক্রিকেট দল। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে হারমানপ্রীত কৌরের দল। এই জয় ‘ব্লু’ জার্সির প্রতিটি মেয়েদের জন্য নিঃসন্দেহে বিশেষ।

তবে দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধনার জন্য এটি একটু বেশিই তাৎপর্যপূর্ণ। কারণ মাঠের বাইরেও তিনি শিগগির জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দীর্ঘদিনের প্রেমিক, জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক পলাশ মুচ্ছলকে বিয়ে করতে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের সাংলিতে আগামী ২০ নভেম্বর স্মৃতি ও পলাশের বিয়ে অনুষ্ঠিত হবে। স্মৃতির কাছে জায়গাটি বিশেষ আবেগের, কারণ এখানেই তার বেড়ে ওঠা ও ক্রিকেট জীবনের সূচনা। তাই বিয়ের অনুষ্ঠানও হবে এখানকারই এক ঘনিষ্ঠ পরিবেশে।

এদিকে, পলাশ তার প্রেমিকার ঐতিহাসিক জয়ের আনন্দ উদ্‌যাপন করেছেন সামাজিক মাধ্যমে একাধিক হৃদয়স্পর্শী পোস্ট দিয়ে। একটি ছবিতে দেখা যায়, স্মৃতি ভারতীয় পতাকায় মোড়ানো অবস্থায় বিশ্বকাপ ট্রফি হাতে হাসি মুখে দাঁড়িয়ে, আর পালাশ তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি কি এখনও স্বপ্ন দেখছি?’

আরও একটি পোস্টে পলাশ একটি ছবি শেয়ার করেন, যেখানে স্মৃতি উচ্ছ্বাসে উজ্জ্বল, ঝলমলে বিশ্বকাপ ট্রফিটি তার দিকে তুলে ধরেছেন। ছবির ক্যাপশনে পলাশ লিখেছেন, ‘সবসে আগে হ্যায় হাম হিন্দুস্তানি।’ এই ছবিগুলিতে ভক্তরা খেয়াল করেন, পলাশের হাতে একটি ট্যাটু, তাতে লেখা ‘SM 18’, যা স্মৃতির নামের আদ্যাক্ষর ও জার্সি নম্বরের প্রতীক। এই ট্যাটু ও পলাশের অভিব্যক্তি দ্রুত নেটপাড়ার হৃদয় জয় করে নেয়।

স্মৃতি ও পলাশের সম্পর্কের শুরু ২০১৯ সালে। কয়েক বছর ধরে একে অপরকে সময় দেওয়ার পর ২০২৪ সালের জুলাই মাসে তারা নিজেদের পঞ্চম বার্ষিকীতে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এরপর থেকেই তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।

পলাশ মুচ্ছল একজন ভারতীয় সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘তু যা কহে’, ‘পার্টি তো বন্তি হ্যায়’, ‘তেরা হিরো ইধার হ্যায়’। পাশাপাশি ‘খুশ নুমা’, ‘ও খুদা’, ‘মুসাফির’-এর মতো স্বাধীন সংগীতও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছে।

সর্বশেষ সংবাদ

ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর দিলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী জানুয়ারিতে ঢাকায় আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ