spot_img

নাইজেরিয়ায় সামরিক হামলার প্রস্তুতি নিতে পেন্টাগনকে ট্রাম্পের নির্দেশ

অবশ্যই পরুন

খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে নাইজেরিয়া সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না—এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক আক্রমণের জন্য প্রতিরক্ষা দফতর পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এই নির্দেশনা দেন। তবে, নাইজেরিয়া সরকার বারবার যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে।

শনিবার (১ নভেম্বর) ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প নাইজেরিয়াকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের হামলা হবে ভয়াবহ। তিনি খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নকারীদের জঙ্গি-সন্ত্রাসী বলেও মন্তব্য করেন।

ট্রাম্প আরও হুমকি দেন যে, সহিংসতা অব্যাহত থাকলে অবিলম্বে নাইজেরিয়াকে সবরকম সহায়তা দেয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র। এই হুমকির একদিন আগেই যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে ধর্মীয় নিপীড়ক রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করে।

সূত্র: সিএনএন

সর্বশেষ সংবাদ

দেশ কীভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কীভাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ