দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নতুন অনুপ্রবেশ ও এক ব্যক্তিকে হত্যার ঘটনার পর সেনাবাহিনীকে যে কোনো ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে কড়া নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বুধবার রাতের ওই অভিযানে ইসরায়েলি সেনারা সীমান্ত অতিক্রম করে ব্লিদা এলাকায় ঢুকে একজনকে হত্যা করে বলে লেবাননের দাবি।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ঘটনাটিকে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি ‘লেবাননের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর নগ্ন হামলা’। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে টানা সংঘর্ষ চলছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে দুই পক্ষের গোলাগুলিতে এখন পর্যন্ত বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার লেবাননি পরিবার ঘরছাড়া হয়েছে।লেবাননের দাবি করে, ইসরায়েলের এসব হামলা জাতিসংঘ অনুমোদিত ব্লু লাইন সীমান্ত লঙ্ঘন। খবর আল জাজিরার।
অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর আক্রমণের জবাব হিসেবেই তারা পদক্ষেপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, ‘দক্ষিণ লেবাননে পূর্ণমাত্রার স্থল অভিযানে গেলে সংঘাত দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যেখানে ইরানসহ আরও পক্ষ জড়িয়ে পড়ে।
মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল মাহমুদিয়েহ এবং জারমাক এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো জানা যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।এই হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের এক বিবৃতিতে দক্ষিণ লেবাননের ব্লিদা গ্রামে রাতে স্থল অনুপ্রবেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়।
ইসরায়েলি সামরিক মুখপাত্র অভিখাই আদ্রাঈ বলেছেন,‘একটি ভবনের ভিতরে সন্দেহভাজনকে শনাক্ত করে তাকে আটকানোর চেষ্টা করা হয়। তাৎক্ষনিক হুমকি চিহ্নিত হওয়ায় গুলি চালাতে বাধ্য হই।’

