spot_img

১৪ রানে হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ

অবশ্যই পরুন

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে হেরেছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৫ রানেই থামে লিটন দাসের দল।

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে সাইফ হাসান টানা দ্বিতীয় ম‍্যাচে ব‍্যর্থ হন। ৫ রানে এ ব‍্যাটার ফিরলে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তিন নম্বর মেনে ভালো শুরু করেন লিটন দাস। তবে এক দফা জীবন পেয়েও সেটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ ক্যাপ্টেন। ২৩ রানে করে আখিলের স্পিনে বোল্ড হয়ে ফিরলে ৪৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

তানজিদ তামিম একাই লড়াই করেন। কিন্তু অন‍্য প্রান্তের ব‍্যাটাররা সঙ্গ দিতে পারেননি, ছিলেন ধিরস্থির, মন্থর। একাধিক জীবন পেয়েও তাওহীদ হৃদয় সেট হয়ে ১৫ বলে ১২ রান করে আউট হন। তবে ফিফটি করেন তামিম। কিন্তু যখন প্রয়োজন ছিলা তার ম‍্যাচ শেষ করা তখন ৪৮ বলে ৬১ করে এই ওপেনার আউট হলে ১১৭ রানে চতুর্থ উইকেট হারানোর সাথে ম‍্যাচটাও হারিয়ে ফেলে বাংলাদেশ।

পরের চিত্রটা চিরচেনা। ৫ নম্বরে নামা জাকেরও খেলেছেন ১৮ বল। কিন্তু সজোরে কয়েক দফা ব‍্যাট চালিয়েও সাফল‍্য পাননি, ১৭ রান করে আউট হয়ে ফিরেছেন সাজঘরে। আস্কিং রান রেট তখন পাহাড় সমান। দলের প্রয়োজনে আবারো শামিম ব‍্যর্থ, তার অবদান ১, আবারো হোল্ডারে বোল্ড তিনি।

শেষ ওভারে জয়ের জন‍্য প্রয়োজন ছিলো ২১ রান। ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ৬ রান তুললে, ১৪ রােন জয়ে সিরিজ জিতে নেয় ক‍্যারিবিয়রা।

এর আগে, দিনের শুরুটাও জয় দিয়ে শুরু করেন শাই হোপ। কিন্তু টস জিতে আগে ব‍্যাটিং করতে নেমে দলিয় ১ রানে ব্রেন্ড কিংকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় উইকেটে দুর্দান্ত প্রত‍্যাবর্তন করে শাই হোপ ও আথানাজে। মাত্র ৫৬ বলে শতরান তোলে এই জুটি। ক‍্যারিবিয়ানরা যখন ১৮০, ২০০ রান তোলার স্বপ্নে বিভোর তখন বাংলাদেশকে কাঙ্খিত ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। ১২তম ওভারের দ্বিতীয় বলে ৩৩ বলে ৫২ করা আথানাজেকে ফেরান এই বাহাতি। পরের বলেই রাদারফোর্ডের স্ট‍্যাম্প কাপিয়ে দেন নাসুম।

পরের ওভারেই ৩৬ বলে ৫৫ করা হোপকে মোস্তাফিজ ফেরালে চাপে পড়ে যায় ক্যারিবীয়রা। এরপর রিশাদ দুটি, ফিজ আরও দুটি আর তাসকিন এক উইকেট তুলে নিলে ৯ উইকেটে ১৪৯ রানে থাকে ক‍্যারিবিয়রা। তবে জয়ের জন‍্য সেটাই পর্যাপ্ত ছিলো ক‍্যারিবিয়ানদের জন‍্য।

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রোহিত

প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ