স্বেচ্ছাচারি মনোভাব থাকলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে না। তাদের ওপর এনসিপিসহ জনগণের আস্থা থাকবে না। তাই কমিশন পুনর্গঠন করে আগামী নির্বাচনের দিকে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি -এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জে দলের এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, কোনো রাজনৈতিক দল অথবা অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন তাদের স্বাধীনতা ও স্বকৃীয়তা বজায় রাখতে পারছে না। এজন্যই এনসিপির সাথে বৈষম্য করছেন।
শাপলা প্রতীকের বিষয়ে জানান, কমিশন এখন পযর্ন্ত এনসিপির শাপলা না পাওয়ার কোনো আইনগত ভিত্তি দেখাতে পারেনি। এ সময়, শাপলা না পেলে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন তিনি। সেইসাথে, তাদের দাবিগুলো পুরণ হলে ফেব্রুয়ারিসহ যে কোনো সময় নির্বাচনে অংশগ্রহনের জন্য প্রস্তত রয়েছেন বলেও জানান সারজিস আলম।

