spot_img

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি যেন অসাংবিধানিক না হয়: সালাহউদ্দিন

অবশ্যই পরুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে সব দলের স্বাক্ষর হলে তা হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার পূর্ণাঙ্গ দলিল। তিনি আহ্বান জানিয়েছেন, যেন কোনোভাবেই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে এই সনদের বাস্তবায়ন না হয়।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রাখা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সাংবিধানিকভাবেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে। তাই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আদেশ যেন অসাংবিধানিক না হয়, তা নিশ্চিত করতে হবে। জাতির ঐক্যের মধ্য দিয়েই এই সনদ বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের একমাত্র শক্তি। স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।”

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও নাগরিক সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন বলিউডের আলোচিত অভিনেত্রী!

গুঞ্জন উঠেছে আফগানিস্তান জাতীয় দলের পেসার আফতাব আলমকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড ও টেলিভিশন জগতের আলোচিত অভিনেত্রী আরশি খান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ