spot_img

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৯৪২ জন

অবশ্যই পরুন

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৭৯১। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৪৯ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি

একটানা ব্যর্থতার কারণে সুতোয় ঝুলছিলো মোহাম্মদ রিজওয়ানের ভাগ্য। তবে গুঞ্জন সত্যি করে এই উইকেটরক্ষক-ব্যাটার অবশেষে পাকিস্তানের নেতৃত্ব হারালেন। তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ