spot_img

ওয়ানডে সিরিজের মাঝপথে নাসুমকে দলে নিলো বাংলাদেশ

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে হঠাৎই জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন নাসুম। ১৮ ম্যাচে তার শিকার ১৬ উইকেট, ইকোনমি রেট ৪.৪৮।

প্রথম ওয়ানডেতে স্পিনাররাই তুলে নিয়েছেন উইন্ডিজের সবকটি উইকেট। রিশাদ হোসেন ছিলেন দুর্দান্ত। একাই শিকার করেন ৬ উইকেট। মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম নেন একটি করে উইকেট। তবে তানভীর ১০ ওভারে দেন ৪৬ রান। তাই বিকল্প বাঁহাতি স্পিনার হিসেবে দলে যোগ হয়েছেন নাসুম।

সম্প্রতি টি-টোয়েন্টি এশিয়া কাপ ও এনসিএলে ভালো ফর্মে ছিলেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

আগামী ২১ ও ২৩ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ওয়ানডে দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকার আলী অনিক, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

সর্বশেষ সংবাদ

‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ’

যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ—সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে এমনটাই মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ