spot_img

ইসি ‘মেরুদণ্ডহীন’, সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না: হাসনাত

অবশ্যই পরুন

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আশঙ্কা প্রকাশ করেছেন, ইসি জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে না। তিনি নির্বাচন কমিশনের আচরণে মধ্যযুগীয় বর্বরতা ও রাজা-বাদশাদের খেয়ালখুশিমতো কাজ করার প্রবণতা দেখছেন বলে মন্তব্য করেন।

আজ রোববার (১৯ অক্টোবর) সাংবাদিকদের সাথে আলাপকালে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলেও দাবি করেন।

এনসিপির এ নেতা নির্বাচন কমিশনকে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য হুঁশিয়ারি দেন, যা তাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার মতো পরিণতি ঘটাতে পারে।

এদিকে, প্রতীক প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, ‘শাপলা ছাড়া কোনো অবকাশ নেই, কোনো বিকল্প নেই।’ এনসিপি তাদের আকাঙ্ক্ষিত প্রতীক হিসেবে শাপলার ওপর জোর দিয়েছে।

সর্বশেষ সংবাদ

কর্তৃত্ব নয়, ভ্রাতৃত্বের মাধ্যমে জনগণকে আপন করতে হবে: রাষ্ট্রদূত মুশফিক

রাষ্ট্রের অর্পিত দায়িত্ব সেবা করার সুযোগ। কর্তৃত্ব নয়, ভ্রাতৃত্বের মাধ্যমে জনগণকে আপন করে নিতে হবে বলে মন্তব্য করেছেন সরকারি...

এই বিভাগের অন্যান্য সংবাদ