spot_img

মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫

অবশ্যই পরুন

টাঙ্গাইল জেলার মির্জাপুর ক্যাডেট কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে সেরা সাফল্য অর্জন করেছে। এ বছর ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৪২ জন বিজ্ঞান বিভাগ ও ৪ জন মানবিক বিভাগের শিক্ষার্থী। এর মধ্যে ২২ জন শিক্ষার্থী গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকরা এই সাফল্যে ক্যাডেট কলেজ ক্যাম্পাসজুড়ে আনন্দ উদযাপন করেন।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল বলেন, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়, শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধান ও অভিভাবকদের সহযোগিতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

দল ঘোষণা আফগানিস্তানের, নেই রশিদ খান

আফগানিস্তানের নির্বাচকরা জিম্বাবুয়ের বিপক্ষে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় একমাত্র টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছেন। টেস্টের...

এই বিভাগের অন্যান্য সংবাদ