দেশের বিভিন্ন স্থানে আগামী ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে মূলত দুপুরের পর থেকে রাত ৯টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে।
যদিও এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়, বরং স্বল্প সময়ের জন্য তীব্র বজ্রসহ বৃষ্টির একটি সতর্কতা—এমনটাই গণমাধ্যমের কাছে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বিডব্লিউওটি জানায়, এ সময় দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোর ওপর বেশি সক্রিয় থাকবে বজ্রসহ বৃষ্টির প্রবণতা। এর মধ্যে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি দেখা যেতে পারে।
এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাঝারি মাত্রায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি আরও জানায়, এই বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত ও আকস্মিকভাবে। অর্থাৎ, স্বল্প এলাকায় হঠাৎ করে বজ্রসহ জোরে বৃষ্টি হতে পারে, তবে স্থায়িত্ব খুব বেশি হবে না। ফলে প্রতিটি জেলায় সমানভাবে বৃষ্টি না–ও হতে পারে।
এ ছাড়া পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি সৃষ্টিকারী মেঘ দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। দিনে মেঘের ফাঁকে রোদ দেখা দিতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।