spot_img

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় আফগানদের

অবশ্যই পরুন

২য় ওয়ানডেতে বাংলাদেশকে ৮১ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করলো আফগানিস্তান। ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮ ওভার ৩ বলে ১০৯ রানে অলআউট হয় মেহেদি মিরাজের দল।

এর আগে, সিরিজ জেতার লক্ষ্যে টস জিতে ব্যাট করতে নামলেও স্লো পিচে দু’শ রানও করতে পারেনি আফগানরা। ৩১ বল বাকি থাকতে তাদেরকে ১৯০ রানে থামিয়ে দেয় টাইগাররা।

ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান তানজিম সাকিব। ১১ রান করে ফেরেন তিনি। এরপর দলীয় ৩৮ রানে সেদিকুল্লাহ অতল ফিরলে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরানের সাথে জুটির পথে অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী ফেরেন মাত্র ৪ রানে।

অপরদিকে, রানের খাতা খোলার আগে আজমতউল্লাহ ওমরজাই ফিরলে ৭৯ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। সাকিবের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ২২ রান করা মোহাম্মদ নবি।

দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলে সাজঘরের পথ দেখেন ইব্রাহিম জাদরান। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি আসে গজনফরের কাছ থেকে। তিনি করেন ২২ রান। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ৪৪.৫ ওভারে অলআউট হয়ে ১৯০ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

এ সময়, বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৪২ রানে নিয়ে নেন ৩ উইকেট। আর রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবউইকেট নেন দুটি করে।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ২২ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন সাইফ হাসান। পরেই আফগান বোলারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পরে লাল-সবুজের দল। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে তাওহীদ হৃদয়ের ২৪ রান কেবল কমায় হারের ব্যবধান। সবশেষে ২৮ ওভার ৩ বলে ১০৯ রানে অলআউট হয় টাইগার দল।

সর্বশেষ সংবাদ

তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও ফিরছেন তামিল সিনেমায়। শোনা যাচ্ছে, তিনি অভিনয় করতে যাচ্ছেন সিম্বু (সিলাম্বরসান টি...

এই বিভাগের অন্যান্য সংবাদ