spot_img

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮১ জন

অবশ্যই পরুন

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৮১ জন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা গেলেন ২২৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা এবং ১জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের। অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ১০১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬ জন, খুলনা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী রয়েছেন।

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। তার মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ