spot_img

১৫ স্ত্রী ও ১০০ সহচর নিয়ে আমিরাতে আফ্রিকান রাজা, ফের ভিডিও ভাইরাল

অবশ্যই পরুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এসওয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়ের আগমনের একটি পুরোনো ভিডিও আবারও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, আফ্রিকার এই রাজা বিপুল আড়ম্বরের সঙ্গে বিমানবন্দরে পৌঁছেছেন তাঁর একাধিক স্ত্রী ও বিশাল অনুচরবৃন্দসহ।

ভিডিওটি প্রথম প্রকাশিত হয় গত জুলাইয়ে। এতে দেখা যায়, রাজা মসোয়াতি তৃতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে ব্যক্তিগত জেট থেকে নামছেন। তাঁর পেছনে সারি সারি সাজানো পোশাকে উপস্থিত তাঁর স্ত্রীদের দেখা যায়। ক্লিপটির ওপরের লেখায় বলা হয়েছে, “স্বাজিল্যান্ডের রাজা ১৫ স্ত্রী ও ১০০ জন চাকর নিয়ে আবুধাবিতে এসেছেন। তাঁর বাবা রাজা সোবুজা দ্বিতীয়ের স্ত্রী ছিলেন ১২৫ জন।”

খবরে আরও বলা হয়েছে, রাজার সঙ্গে তাঁর ৩০ সন্তানও এই সফরে উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক রাজকীয় সদস্যের আগমনে কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয় এবং নিরাপত্তার স্বার্থে একাধিক টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সমালোচনার ঝড়

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে রাজার বিলাসী জীবনযাপনের সঙ্গে এসওয়াতিনির সাধারণ নাগরিকদের দৈনন্দিন দারিদ্র্যের তীব্র বৈপরীত্য তুলে ধরেন।

একজন মন্তব্য করেন, “তাঁর দেশের মানুষ বিদ্যুৎ আর পানির অভাবে কষ্টে দিন কাটায়, অথচ রাজা বিলাসবহুল জেটে ভ্রমণ করছেন।”

আরেকজন লিখেছেন, “এই দেশ কি এত ধনী যে রাজা ব্যক্তিগত বিমানে ভ্রমণ করতে পারেন?”

কেউ কেউ আরও ক্ষুব্ধ হয়ে বলেন, “এই মানুষটি ব্যক্তিগত বিমানে ঘোরেন, অথচ তাঁর জনগণ না খেয়ে মরছে।”

আরেকজন ব্যঙ্গ করে লেখেন, “তাঁর ১৫ স্ত্রীকে সামলাতে আলাদা একজন সমন্বয়ক আছেন নাকি?”

রাজকীয় সম্পদ ও জনগণের বাস্তবতা

আফ্রিকার শেষ অবশিষ্ট পূর্ণক্ষমতাধারী রাজা মসোয়াতি তৃতীয় ১৯৮৬ সাল থেকে দেশটি শাসন করছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

অন্যদিকে দেশটিতে স্বাস্থ্য ও শিক্ষা খাত ভেঙে পড়েছে, সরকারি হাসপাতালগুলোতে ওষুধের ঘাটতি, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বেকারত্বের হার বেড়ে দাঁড়ায় ৩৩ দশমিক ৩ শতাংশে।

এর মধ্যেও রাজা মসোয়াতি নির্মাণ, কৃষি, পর্যটন, টেলিকমিউনিকেশন ও বনজ শিল্পে বিনিয়োগ রেখেছেন বলে জানিয়েছে সুইজারল্যান্ড নিউজ।

রাজা মসোয়াতি তাঁর জাঁকজমকপূর্ণ জীবনযাপন ও ঐতিহ্যবাহী রাজকীয় রীতির জন্য পরিচিত। প্রতিবছর তিনি শতাব্দীপ্রাচীন “রিড ড্যান্স” অনুষ্ঠানে নতুন কনে নির্বাচন করেন— যা একদিকে সাংস্কৃতিক ঐতিহ্য, আবার অন্যদিকে বিতর্কেরও জন্ম দেয়।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহী জার্মানি

বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে জার্মানি একসাথে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ