মেজর লিগ সকারে (এমএলএস) আগের দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছিল ইন্টার মায়ামি। হতাশা পেছনে ফেলে লিওনেল মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিকে আজ (৫ অক্টোবর) জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ডের বিপক্ষে মায়ামির জয় ৪-১ গোলের বড় ব্যবধানে। এদিন মায়ামির হয়ে জোড়া গোল করেছেন তাদেও আয়েন্দে ও জর্দি আলবা। দু’টি করে গোল করেছেন জর্দি আলবা ও তাদেও আলেন্দে। মেসির অসাধারণ তিনটি অ্যাসিস্ট যেনো অসাধারণ তিনটি জাদু। ফলস্রুতিতে এসেছে তাদের তিনটি গোলই। এই জয়ে টানা দুই ম্যাচ জয়বঞ্চিত থাকার পর আবারও জয়ের দেখা পেল মায়ামি।
এই জয়ের ফলে ১৭ জয় ও ৫৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। দুই ম্যাচ হাতে রেখে তারা দ্বিতীয়স্থানে থাকা এফসি সিনসিনাটির চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে। ম্যাচের ৩২তম মিনিটে মেসির দারুণ এক থ্রু বল থেকে গোল করেন আলেন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মেসির পাসেই গোল করেন আলবা।
দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন ডুর তুরগেমান। তবে এক মিনিটের মধ্যেই মেসির পাস থেকে আবারও গোল করে আলেন্দে ব্যবধান বাড়ান। এরপর ৬৩তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আলবা।