spot_img

চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর

অবশ্যই পরুন

সিঙ্গাপুরে ১২ দিনের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

তার আগমন উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে ভিড় করেন গণঅধিকার পরিষদ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। নুরের দেশে ফেরার বিষয়টি শনিবার সকাল পৌনে ১১টার দিকে নিশ্চিত করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।

রাশেদ জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থানকালে নুরুল হক নুরের বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর আগে, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হন নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা-কর্মী।

দলের নেতাকর্মীদের দাবি, ওই ঘটনায় সভাপতি নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৮ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফেরার পর উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুরে যান।

এদিকে, নুরের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, নুর পু‌রোপু‌রি সুস্থ নন। তার সুস্থ হ‌তে আ‌রও ৬ মাস সময় লাগবে। নুর বিদেশে যে‌তে চাননি, তবে তার স্বাস্থ্যের অবস্থা এতটাই খারাপ ছিলো তার ভবিষ্যৎ চিন্তা ক‌রে তা‌কে বিদেশে নেয়া হ‌য়ে‌ছে।

সর্বশেষ সংবাদ

জাকের ও লিটনদের পাওয়ার হিটিং শেখানো উড এখন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় রদবদল এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ