spot_img

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৩

অবশ্যই পরুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে দখলদার বাহিনীটির হামলায় একদিনে আরও ৫৩ জন নিহত হয়েছেন। একইসঙ্গে গাজা সিটিতে অবস্থানরত লাখো ফিলিস্তিনিকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এমনকি গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে ‘সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক’ হিসেবে বিবেচনা করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ভোর থেকে অন্তত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে ‘শেষ সুযোগ’ দিয়ে হুমকি দিয়েছে ইসরায়েলি, তা না হলে তাদের বিরুদ্ধে সামরিক শক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে বলে সতর্ক করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে ‘সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক’ হিসেবে বিবেচনা করা হবে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিমান ও স্থল হামলায় গাজা সিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিদিন ডজনের পর ডজন মানুষ নিহত হচ্ছে, ভেঙে পড়ছে আবাসিক ভবন ও স্কুল। হাজারো মানুষ বাধ্য হয়ে দক্ষিণের দিকে পালিয়ে যাচ্ছে, তবে পালানোর পথেও অনেককে হামলার মুখে পড়তে হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ঘরে ফেরার ম্যাচ বড় জয়ে রাঙাল বার্সেলোনা

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। দুবছরের বেশি সময় পর ঘরের মাঠে ফিরেছে বার্সেলোনা। ফিরেই তুলে নিয়েছে বড় জয়। শনিবার (২২ নভেমর) রাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ