spot_img

ব্রাজিল দল ঘোষণা, নেই চার বড় তারকা

অবশ্যই পরুন

ব্রাজিল জাতীয় দলে ফিরলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে তাকে স্কোয়াডে না রাখলেও অক্টোবরের ফিফা প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দলে আছেন এই উইঙ্গার।

বুধবার (১ অক্টোবর) রিও ডি জানেইরোতে দক্ষিণ কোরিয়া এবং জাপান ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

কার্লোর দলে ইনজুরির কারণে অবশ্য জায়গা হয়নি নেইমারের। এবার বাঁ ঊরুর চোটে কপাল পুড়েছে তার। এছাড়া ইনজুরির কারণে স্কোয়াডে নেই রাফিনিয়া, মার্কুইনোস এবং আলিসন বেকার।

আসন্ন ফিফা প্রীতি ম্যাচে ১০ অক্টোবর সিউলে কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। চারদিন বাদে টোকিওতে লড়বে জাপানের বিপক্ষে।

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক: বেন্তো, এডারসন, হুগো সোসা;
ডিফেন্ডার: কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিটাও, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভান্ডারসন, ওয়েসলি;
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, জোয়েলিংটন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা;
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনিয়া, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।

সর্বশেষ সংবাদ

দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে আ. লীগ ও ভারত: ফারুক

পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনকে সামনে রেখে...

এই বিভাগের অন্যান্য সংবাদ