spot_img

লাউতারোর জোড়া গোলে স্লাভিয়াকে উড়িয়ে দিল ইন্টার মিলান

অবশ্যই পরুন

সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্লাভিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান। জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।

পুরো ম্যাচে ৫৮ শতাংশ সময় বল দখলে রাখা ইন্টারকে ৩০তম মিনিটেই এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। প্রতিপক্ষ গোল রক্ষকের ভুলের সুযোগ কাজে লাগান তিনি। নিজ দলের খেলোয়াড়কে ছোট পাস দিতে গিয়ে লাউতারোর পায়েই বল দিয়ে বসেন স্টানেক। খালি জালে বল জড়িয়ে উল্লাসে মাতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ঠিক তিন মিনিট পর মার্কাস থুরামের থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডামফ্রিস। এরপর ৬৫ মিনিটে গিয়ে তৃতীয় গোলটি আদায় করে নেয় ইন্টার। স্কর শিটে আবারো নাম লেখান লাউতারো। আর তাতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।

সর্বশেষ সংবাদ

এনসিপি ক্ষমতায় না গেলেও কারও ‘পোষা’ দল হবে না: সারজিস

রাজনীতি ও সংসদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কখনোই কারও পোষা দল হবে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ