খেলাধুলায় ইসরায়েলকে নিষিদ্ধ করতে সরব হয়েছেন আন্তর্জাতিক খেলোয়াড়রা। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে চিঠি দিয়েছেন ৫০ জন সাবেক ও বর্তমান খেলোয়াড়।
এ তালিকায় আছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি ও ফরাসি মিডফিল্ডার পল পগবাসহ সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রা। ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যার কারণে সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে বিশ্ব ফুটবল থেকে নিষিদ্ধের দাবি উঠেছে।
এর আগে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফা, উয়েফাসহ বিভিন্ন দেশের ফুটবল সংস্থার কাছ চিঠি দেয় তুর্কিয়ে ফুটবল ফেডারেশন।