spot_img

চীনে মাফিয়া পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড

অবশ্যই পরুন

মিয়ানমারে বছরের পর বছর ধরে প্রতারণা ও খুনের সাথে জড়িত কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিং পরিবারের ডজনের বেশি সদস্যকে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে; তাদের মধ্যে অনেকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড পেয়েছে।

মিয়ানমার-চীন সীমান্তের কাছের লাওকাই শহরকে জুয়া, মাদক ও প্রতারণার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করার অভিযোগ রয়েছে চারটি প্রভাবশালী মাফিয়া পরিবারের ওপর। সেই চারটি পরিবারগুলোর মধ্যে একটি মিং পরিবার।

২০২৩ সালে মিয়ানমার কর্তৃপক্ষ কঠোর অভিযান চালিয়ে এসব পরিবারের অনেক সদস্যকে গ্রেফতার করে চীনের হাতে তুলে দেয়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় ওয়েনঝো শহরে মোট ৩৯ জন মিং পরিবারের সদস্যের রায় ঘোষণা করা হয়।

রায়ের মধ্যে—

১১ জনকে মৃত্যুদণ্ড,
৫ জনকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড,
১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড,
বাকিদের ৫ থেকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালত জানিয়েছে, ২০১৫ সাল থেকে মিং পরিবার এবং অন্যান্য অপরাধী গোষ্ঠী টেলিযোগাযোগ প্রতারণা, অবৈধ ক্যাসিনো, মাদক পাচার ও যৌনকর্মী ব্যবসা চালিয়ে আসছিল। এসব প্রতারণা ও জুয়া থেকে তারা ১০ বিলিয়ন ইউয়ান (১.৪ বিলিয়ন মার্কিন ডলার) আয় করেছে।

অভিযোগ রয়েছে, চারটি মাফিয়া পরিবারের প্রতিটি ক্যাসিনো প্রতিবছর কয়েক বিলিয়ন ডলারের অবৈধ লেনদেন করতো।

সূত্র: বিবিসি নিউজ।

সর্বশেষ সংবাদ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ সফরে ক্যারিবীয়রা খেলবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ