spot_img

দুর্গাপূজায় নিরাপত্তায় থাকবে দুই লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য

অবশ্যই পরুন

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপিত হয়, সে লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) বিস্তৃত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

চলতি বছর ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৯ দিনব্যাপী পূজার সময় দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুই লাখেরও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) আনসার সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় আনসার-ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব কথা জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সদর দপ্তর থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন আনসার ও ভিডিপি সদস্যদের যথাযথ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের আওতায় প্রায় দুই লাখ তরুণকে গণপ্রতিরক্ষার নতুন ধারায় প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নব সংযোজিত এভিএমআইএস সফটওয়্যারের মাধ্যমে সব সদস্যের নিবন্ধন ও হালনাগাদ তথ্য যাচাই করে পূজার নিরাপত্তা দায়িত্ব নির্ধারণ করা হচ্ছে। পূজামণ্ডপে গুজব প্রতিরোধ ও তাত্ক্ষণিক ঘটনা মোকাবেলার লক্ষ্যে ‘ইনসিডেন্ট রিপোর্ট’ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। জেলা কমান্ড্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তারা মাঠে থেকে সরাসরি পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।

তিনি বলেন, এবারের দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোকে নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ সাত হাজার ৫৪টি পূজামণ্ডপে আটজন করে, গুরুত্বপূর্ণ ১০ হাজার ৯৭২টি পূজামণ্ডপে ছয়জন করে এবং সাধারণ ১৩ হাজার ৫৫০টি পূজামণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন। দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ২৪ ঘণ্টা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দেশের ৬৪ জেলায় ৯২টি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

বাংলাদেশ সফররত দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামীর নেতারা। আজ রোববার (২৩ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ