spot_img

পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের টানা দ্বিতীয় এশিয়া কাপ জয়

অবশ্যই পরুন

শেষ দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা না করেই ফাইনালে উঠেছিল শক্তিশালী পাকিস্তান। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে চিরচেনা ফলই অপেক্ষা করছিল— ভারতের কাছে ৫ উইকেটের হার। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত, ধরে রাখে এশিয়া কাপের শিরোপা।

এই জয়ের মধ্য দিয়ে ভারত মোট ৯বার এশিয়া কাপ জিতল। টি-টোয়েন্টি সংস্করণে এটি তাদের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৬ সালে প্রথমবার সংক্ষিপ্ত সংস্করণে শিরোপা জিতেছিল দলটি।

দীর্ঘদিন পর দুই দলের মধ্যে এমন এক রুদ্ধশ্বাস লড়াইয়ের দেখা মিলল। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ৩০ রান, হাতে তখনও ৬ উইকেট। এমন সমীকরণে ১৮তম ওভারে হারিস রউফ দেন ১৩ রান।

ফলে ম্যাচের হিসাব দাঁড়ায় ১২ বলে ১৭ রান। ফাহিম আশরাফ এরপর দুর্দান্ত এক ওভার করে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন শিবম দুবের উইকেট, যিনি ব্যক্তিগত ৩৩ রানে শাহীন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

শেষ ৬ বলে ভারতের প্রয়োজন ছিল ১০ রান। প্রথম বলে ২ রান নেন তিলক ভার্মা। এরপর দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচকে কার্যত ভারতের দিকে টেনে আনেন তিনিই। তৃতীয় বলে একটি সিঙ্গেল নিয়ে ম্যাচ সমতায় আনেন বাঁহাতি এই ব্যাটার। এরপর চতুর্থ বলে চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রিংকু সিং।

যদিও ভারতের জয়ের নায়ক ছিলেন তিলক ভার্মা। ইনিংসের শুরুতে পাওয়ার প্লেতে মাত্র ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত, যা এবারের টুর্নামেন্টে তাদের সর্বনিম্ন পাওয়ার প্লে সংগ্রহ। সেই বিপর্যয়ের মধ্যেই সঞ্জু স্যামসনের সঙ্গে গড়ে তোলেন ৫৭ রানের মূল্যবান চতুর্থ উইকেট জুটি।

স্যামসন আউট হন ২৪ রান করে, কিন্তু তিলক থেমে থাকেননি। শিবম দুবের সঙ্গে জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আসেন ভারতের পক্ষে। জয় থেকে মাত্র ১০ রান দূরে থাকতে দুবে আউট হলেও, শেষটা নিজেই করে যান তিলক।

৫৩ বল খেলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৩টি চার ও ৪টি বিশাল ছক্কা।

সর্বশেষ সংবাদ

জাতীয় স্টেডিয়ামে হামজাদের ম্যাচের সব টিকিট এক ঘণ্টায় শেষ

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচের গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র এক ঘণ্টায়। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনলাইনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ