spot_img

কুষ্টিয়ায় ৭ হত্যাসহ ইনুর বিরুদ্ধে ৮ অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

অবশ্যই পরুন

কুষ্টিয়ায় ৭ হত্যাসহ মোট ৮টি সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধ এবং উসকানির অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জেনারেল অফিসে ফর্মাল চার্জ দাখিল করা হয়। এরপর অভিযোগ আমলে নেয়ার শুনানিতে এ সিদ্ধান্ত হয়।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে পুলিশ হাসানুল হক ইনুকে গ্রেফতার করে। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার নিজ আসনে অংশ নেন ইনু, যেখানে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।

এদিকে জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও জেরা চলছে।

সর্বশেষ সংবাদ

সাফ অনূর্ধ্ব-১৭: পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলোম্বোতে মুখোমুখি হয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ