spot_img

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই অধিনায়ক লিটন

অবশ্যই পরুন

আজ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ টি-২০ ম্যাচে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাঠে নামবেন জাকের আলী। টসে জিতেছেন নিয়েছেন বোলিং। মূল অধিনায়ক লিটন দাস চোটের কারণে বাইরে আছেন।

জাকের আলী আজ ম্যাচের আগের ফিল্ডিং অনুশীলনেও ছিলেন না। তাঁর প্রস্তুতি ছিল একটু ভিন্ন। নিজের ওয়ার্ম আপটি দলের অন্যান্য সদস্যদের আগেই শেষ করেছেন এবং ম্যাচের জন্য প্রস্তুত হতে ড্রেসিংরুমে ফিরেছেন। খেলার আগে তাঁকে দেখা গিয়েছে ম্যাচ জার্সি গায়ে।

টসের জন্য জাকের আলী এবং ভারতের তারকা সূর্যকুমার যাদব উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

এশিয়া কাপের ফাইনালে ভারত, কাল বাংলাদেশ-পাকিস্তান অলিখিত সেমিফাইনাল

বাংলাদেশ মাত্র ১৬৯ রানের লক্ষ্য পেয়েছিল। তাতেও লক্ষ্যের ধারেকাছে যেতে পারল না টাইগাররা। হারতে হয়েছে ৪১ রানে। ফাইনালে চলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ