spot_img

৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে অভিযান ঘোষণা নাসার

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা দীর্ঘ ৫০ বছর পর আবারও মানুষকে চাঁদে পাঠাতে যাচ্ছে। সংস্থাটি আশা করছে, আগামী ফেব্রুয়ারিতেই চাঁদকে ঘিরে দশ দিনের অভিযানে নভোচারীরা অংশ নেবেন।

এর আগে, নাসা জানিয়েছিল যে তারা ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে অভিযান শুরু করবে, তবে এখন তা আগেই শুরু করার পরিকল্পনা নেয়া হয়েছে।

‘আর্টেমিস ২’ অভিযানে মোট চারজন নভোচারী অংশ নেবেন। তারা চাঁদ অভিযান সম্পন্ন করে নাসার সিস্টেম পরীক্ষা করার পর দশ দিনের মধ্যে ফিরে আসবেন।

‘আর্টেমিস ২’ মিশন হলো আর্টেমিস প্রোগ্রামের দ্বিতীয় উৎক্ষেপণ। এই প্রোগ্রামের লক্ষ্য হলো নভোচারীদের চাঁদে নামানো এবং শেষ পর্যন্ত চাঁদের পৃষ্ঠে দীর্ঘমেয়াদী উপস্থিতি স্থাপন। নাসার কার্যনির্বাহী ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর লাকিেশা হকিন্স বলেছেন, কেনেডি স্পেস সেন্টার থেকে পাঁচ ফেব্রুয়ারিতেই অভিযান শুরু করা হতে পারে। তবে আমরা নিরাপত্তার বিষয়টিতেই সবচেয়ে বেশি জোর দিতে চাই। এটি আমাদের শীর্ষ অগ্রাধিকারের বিষয়।

সূত্র: বিবিসি নিউজ।

সর্বশেষ সংবাদ

একই মঞ্চে বসলেন সিরিয়ার প্রেসিডেন্ট ও তাকে গ্রেপ্তারকারী মার্কিন জেনারেল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত একটি বৈশ্বিক ফোরামে চমকপ্রদ এক দৃশ্যের জন্ম হয়েছে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও অবসরপ্রাপ্ত মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ