spot_img

উপদেষ্টা টম হোম্যানের ঘুষ গ্রহণের তদন্ত বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

অবশ্যই পরুন

ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোম্যানের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে তদন্ত শুরু করেছিল মার্কিন বিচার বিভাগ। তবে সেই তদন্ত এখন বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

গত বছর এফবিআই’র গুপ্ত সংস্থার কর্মকর্তার কাছে ৫০,০০০ ডলার অর্থ গ্রহণ করেন টম হোম্যান। ডলার দেওয়া হয়েছিল একটি খাবারের দোকান চেইন কাভারযুক্ত ব্যাগে ভরে। বিনিময়ে ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার পর ওই এজেন্টকে অভিবাসন-সংক্রান্ত সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন হোম্যান।

হোম্যান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ব্যক্তিদের গণহারে বহিষ্কারের কার্যক্রম পরিচালনা করছেন। তবে হোয়াইট হাউস বলছে, কোনো সরকারি চুক্তি প্রদানে তিনি জড়িত নন।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল এবং উপ-মহাপরিচালক টড ব্লাঞ্চ এক বিবৃতিতে বলেন, এই বিষয়টি, যা বাইডেন প্রশাসনের সময় শুরু হয়েছিল, বিচার বিভাগ ও এফবিআই’র কর্মকর্তাদের সম্পূর্ণ পর্যালোচনার পর ‘কোনও বিশ্বাসযোগ্য অপরাধমূলক প্রমাণ পাওয়া যায়নি’।

তারা বলেন, বিচার বিভাগের রিসোর্সকে আমেরিকান জনগণের প্রকৃত হুমকির দিকে মনোযোগ দিতে হবে, ভিত্তিহীন তদন্তে নয়। সেই কারণেই তদন্ত বন্ধ করা হয়েছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস, সিএনএন নিউজ।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের ভিসা ফি ঘোষণার পর ভিসাপ্রতাশ্যাদীদের সুখবর দিলো চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণায় বলা হয়েছে, কোম্পানিগুলোকে এখন থেকে এইচ-১বি কর্মী ভিসার জন্য প্রতি বছর ১ লাখ...

এই বিভাগের অন্যান্য সংবাদ