spot_img

স্বাগতিকদের বিদায়, সুপার ফোরে পাকিস্তান

অবশ্যই পরুন

আনপ্রেডিক্টেবল পাকিস্তান এক দারুণ জয় তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ৪১ রানের ব্যবধানে হারিয়ে তারা এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরে জায়গা করে নিয়েছে। এই জয়ে পাকিস্তান ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে পরবর্তী পর্বে পা রেখেছে, আর বিদায় নিয়েছে আরব আমিরাত।

প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। এর পর, ১৪৭ রানের টার্গেট তাড়াতে গিয়ে ১৭.৪ ওভারে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় আরব আমিরাত।

আরব আমিরাতের শুরু ছিল বেশ ভালো, দুই ওভারে তারা তুলে নেয় ১৯ রান। তবে তৃতীয় ওভারেই শাহিন আফ্রিদি প্রথম আঘাত হানেন। বাইরের বল থেকে আলিশান শরাফুকে বোল্ড করে পাকিস্তান প্রথম উইকেট পায় (৮ বলে ১২)। পরের ওভারে হারিস রউফ ১২ রান দিয়ে আউট করেন অন্য প্রাথমিক ব্যাটার। ৪ ওভারে ১ উইকেটে ৩৫ রান সংগ্রহের পর পাকিস্তান ফিরে আসে শক্তিশালী কিছুর জন্য।

শাহিন, হারিস, আবরার আহমেদদের বোলিং তোপে পড়ে আরব আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ জুহাইবও একের পর এক দ্রুত উইকেট হারিয়ে পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে আসে ম্যাচ।

অধিনায়ক সালমান আগা বল হাতে ৩৫ রান করা রাহুল চোপড়াকে আউট করে আরব আমিরাতের লড়াই শেষ করে দেন। একশর নিচে ৭ উইকেট হারানোর পর আরব আমিরাত আর সাড়াই পায়নি।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি, হারিস রউফ এবং আবরার আহমেদ দুটি করে উইকেট তুলে নেন।

এদিকে, পাকিস্তানের ব্যাটিং ছিল আরও একবার দুর্বল। তবে ফখর জামান ও শাহিন আফ্রিদির এক দুর্দান্ত পারফরম্যান্স দলকে একটি প্রতিযোগিতামূলক স্কোরে পৌঁছাতে সহায়তা করেছে। ফখর জামান ৩৬ বলে ৫০ রান করেন, যেখানে ছিল ২টি চার এবং ৩টি ছক্কা। তবে পাকিস্তান শুরুর দিকে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। শেষদিকে শাহিন শাহ আফ্রিদি ১৪ বলে ২৯ রান করে দলকে ১৪৬ রানে পৌঁছাতে সাহায্য করেন।

আরব আমিরাতের বোলিং সেরা ছিলেন জুনায়েদ সিদ্দিকি, যিনি মাত্র ১৮ রানে ৪ উইকেট নেন। এছাড়া, সিমরানজিত সিং ২৬ রানে ৩ উইকেট নেন।

পাকিস্তান এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে চলে গিয়েছে, আরব আমিরাতের স্বপ্নভঙ্গ হয়েছে।

সর্বশেষ সংবাদ

নির্বাচনে জয়ী করলে গাইবান্ধায় অগ্রাধিকার ভিত্তিতে কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গের কৃষির গুরুত্ব বিবেচনায় একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ