spot_img

ঢাকায় ফিরলো বাংলাদেশ ফুটবল দল

অবশ্যই পরুন

অবশেষে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে নেপাল থেকে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়ায়টা থেকে ৩টার মধ্যে কুর্মিটোলার এ কে খন্দকার বিমান ঘাঁটিতে অবতরণ করা কথা ছিল জামাল ভূঁইয়াদের।

কিন্তু কাঠমান্ডুতে ভারী বৃষ্টিপাত হওয়ায় ঢাকার পথে ফিরতে দেরি হয় বাংলাদেশ ফুটবল দলের। শেষ পর্যন্ত পৌনে পাঁচটার দিকে ঢাকায় পৌঁছায় বিশেষ বিমানটি।

বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও একই ফ্লাইটে দেশে ফিরেছেন।

জেনজিদের আন্দোলনে সম্প্রতি নেপালে সরকার পতন হয়। এজন্য গত মঙ্গরবার ৯ সেপ্টেম্বর দুপুর থেকে বুধবার বিকেল পর্যন্ত দেশটিতে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। ফ্লাইট পুনরায় চালু হলে বাংলাদেশ ফুটবল দলকে ফেরানোর ব্যবস্থা নেয় বাফুফে।

মঙ্গলবার নেপালে তরুণদের এই বিক্ষোভ দাঙ্গায় রূপ নেয়। আগুন দেওয়া হয় সংসদ ভবন ও বিভিন্ন সরকারি দফতরে। রাজনীতিবিদদের বাসভবনও ভাঙচুর করা হয়। এর বাইরেও ভাঙচুর চালানো হয় বিভিন্ন স্থাপনায়। বাংলাদেশ দল যে হোটেলটিতে অবস্থান করছিল, সেখানেও অগ্নিসংযোগ-ভাঙচুর চালাতে এসেছিল বিক্ষোভকারীরা। তবে বাংলাদেশ ফুটবল দল সেখান অবস্থান করছিল, সে তথ্য জানার পর ফিরে যায় তারা।

সর্বশেষ সংবাদ

জাহানারার বিস্ফোরক অভিযোগ, এবার মুখ খুললেন সেই সাবেক নির্বাচক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ