spot_img

দোহায় ইসরায়েলি হামলা ‘অবৈধ ও জঘন্য’: পাক প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

কাতারে ইসরায়েলি হামলার পর দেশটির আমিরকে সমর্থনের আশ্বাস দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দোহায় হামাস নেতাদের বাসভবনে ইসরায়েলি বিমান হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মঙ্গলবার পাক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, তিনি কাতারের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং দোহায় ইসরায়েলি হামলাকে ‘অবৈধ ও জঘন্য’ বলে নিন্দা জানিয়েছেন।

শেহবাজ শরিফ বলেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার উপর সরাসরি আঘাত, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। তিনি আশ্বাস দেন, সংকটময় এই সময়ে পাকিস্তান কাতারের পাশে থাকবে এবং মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

কাতারের আমির প্রধানমন্ত্রী শরিফকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ কঠিন সময়ে পাকিস্তানের সমর্থন তাদের জন্য গুরুত্বপূর্ণ। দুই নেতা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবারের এই হামলা উপসাগরীয় কোনো রাষ্ট্রে ইসরায়েলের প্রথম আক্রমণ। গত মাসের শেষে ইসরায়েলি সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়েছিলেন, বিদেশে থাকা হামাস নেতৃত্বও ইসরায়েলের লক্ষ্যবস্তু হবে।

কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মিলে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির মধ্যস্থতা চালিয়ে আসছে। তবে এখনো স্থায়ী সমাধান আসেনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই পদক্ষেপকে ‘উদ্দেশ্যমূলক উসকানি’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে।

৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

ফ্রান্সে সরকার বিরোধী ব্যাপক আন্দোলন, শতশত গ্রেপ্তার

নতুন পেনশন সংস্কার আইনের প্রতিবাদে ফ্রান্সে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘ব্লক এভরিথিং’ নামে শুরু হওয়া আন্দোলন থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ