বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে থ্রিলার হয়েছে ইসরায়েল-ইতালি ম্যাচে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এমন আভাস পাওয়া না গেলেও শেষ পর্যন্ত লড়াই হয়েছে সমানে সমানে। মঙ্গলবার রাতে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে হাঙ্গেরির নেগিয়ার্দি স্টেডিয়ামে ইসরায়েল-ইতালি ম্যাচটিতে হ্যাটট্রিক জয়ের আশায় নামে ইতালি।
ম্যাচের শেষদিকে খেলা জমে ওঠে যখন ৮৭ এবং ৮৯ মিনিটে ইসরায়েল জোড়া গোল দিয়ে ব্যবধান সমান করে। তখন ৪-৪ গোলে ম্যাচ পরিণত হয় এক থ্রিলারে। এর আগে অবশ্য ইতালি ৪-২ ব্যবধানে এগিয়ে যায়।
কিন্তু ইসরায়েলের দুর্দান্ত কামব্যাকে আবারও শঙ্কা তৈরি হয় ইতালিয়ান শিবিরে। যদিও অতিরিক্ত সময়ে অর্থাৎ ম্যাচের ৯১ মিনিটে টোনালি জয়সূচক গোলটি করেন যাতে করে ৫-৪ ব্যবধানের এক থ্রিলার জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।
উল্লেখ্য, ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে কোয়ালিফাই না করতে পারা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবারও পরবর্তী বিশ্বকাপ অর্থাৎ ২০২৬ ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে শঙ্কিত।
আগামী ১১ অক্টোবর এস্তোনিয়ার বিপক্ষে খেলতে নামবে ইতালি। এরপরের ম্যাচটি তারা ইসরায়েলের বিপক্ষে ১৪ অক্টোবর খেলতে নামবে। ১৩ নভেম্বর গ্রুপ ডিসাইডার ম্যাচে মলডোভা এবং ১৬ নভেম্বর নরওয়ের বিপক্ষে খেলতে নামবে ইতালি। কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে শুধুমাত্র প্রতিটি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া দল।