spot_img

ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে, জানাল বিসিবি

অবশ্যই পরুন

দেশের ক্রিকেটপাড়ায় এখন সবচেয়ে আলোচনার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কবে হবে নির্বাচন— অবশেষে এমন প্রশ্নের অবসান হলো। বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে নির্বাচন।

সপ্তাহখানেক পরই পর্দা উঠবে এশিয়া কাপের ১৭তম আসরের। তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ দল।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরিজ নিশ্চিতের মিশনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। তবে মাঠের ক্রিকেট ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিলেটে অনুষ্ঠিত বিসিবির সভা নিয়ে।

ঢাকার বাইরে এবারই প্রথম সিলেটে বসে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। দুপুর ২টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে শুরু হওয়া এ সভায় আলোচনার মূল বিষয় ছিল আসন্ন নির্বাচন, ঢাকা লিগ এবং বিপিএলের ফিক্সিং-কাণ্ডের তদন্ত রিপোর্ট। সভা থেকেই নিশ্চিত হয়েছে— অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।

বিসিবির সংবিধান অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ চার বছর। সর্বশেষ বিসিবির নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। পরদিন নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ফলে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ৭ অক্টোবর। তার আগে নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক।

তবে নির্বাচন পেছানোর শঙ্কা থাকলেও সেটি আপাতত কেটে গেছে। নিয়মমাফিক সময়েই হবে বোর্ডের নির্বাচন।

সংবিধান অনুসারে, নির্বাচনী প্রক্রিয়ায় সভাপতির নির্দেশনায় প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচন শুরুর কমপক্ষে ৩০ দিন আগে বিজ্ঞপ্তি জারি করবেন। এরপর ৯.১, ৯.২ ও ৯.৩ ধারা অনুযায়ী নতুন সাধারণ পরিষদ গঠনে কাউন্সিলরদের মনোনয়ন আহ্বান করা হবে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ অধ্যায় শেষ হলো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের

বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যদের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। বিশেষ করে বড় শট খেলায়, পুরুষ ও নারী উভয় দলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ