প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি দলগুলোকে জানিয়েছেন।
রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নেই। কেউ কোনো বিকল্প ভাবলে সেটা দেশের জন্য হবে গভীর বিপজ্জনক। এ ছাড়াও জুলাই সনদ চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে তাদের মতামত দিয়েছে।
তিনি আরও বলেন, বৈঠকে দুর্গাপূজার সময় দেশে যেনো কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে ব্যাপারে দলগুলোকে সতর্ক থাকার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। জাতীয় পার্টি সম্পর্কে রাজনৈতিক দলগুলো তাদের একেক রকম মতামত দিয়েছেন।
এ ছাড়াও প্রেস সচিব বলেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত জানাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে রাতের মধ্যেই একটা ভালো খবর আসতে পারে। স্থানীয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে সেখানে।