spot_img

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

অবশ্যই পরুন

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে পাকিস্তান। শুক্রবার (২৯ আগস্ট) শারজাহতে আফগানিস্তানকে ৩৯ রানে হারিয়েছে সালমান আগার দল।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান সংগ্রহ পায় পাকিস্তান। নাওয়াজ ১১ বলে ২১ রান করেন। আগা ৩৬ বল খেলে অপরাজিত ৫৩ রান করে হন ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার। ফখর জামান ও সাইম আয়ুবের জুটি কিছুটা আশা জাগালেও আফগান স্পিনের তোপে বেশি দূর এগোতে পারেননি তারা। আফগানিস্তানের হয়ে ফরিদ আহমদ ২ উইকেট নিলেও খরচ করেছেন ৪৭ রান।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে আফগানিস্তান । রশিদ খান কিছুটা প্রতিরোধ দেখালেও হাল ধরে রাখতে পারেননি বাকিরা। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৭ বলের ৩৮ রানে আউট হন।

এরপর নাওয়াজ ও হারিস রাউফ আফগানদের মিডল-অর্ডার গুড়িয়ে দেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৩ রানে থামে আফগানিস্তানের ইনিংস।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হারিস রাউফ। তিনি ৩.৫ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও মোহাম্মদ নাওয়াজ পেয়েছেন দুটি করে উইকেট।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক আরব আমিরাতের মোকাবিলা করবে পাকিস্তান। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ‘সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস’র প্রতিনিধি দলের

ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস-এর প্রতিনিধি দল। আজ শনিবার (৩০...

এই বিভাগের অন্যান্য সংবাদ