সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে পাকিস্তান। শুক্রবার (২৯ আগস্ট) শারজাহতে আফগানিস্তানকে ৩৯ রানে হারিয়েছে সালমান আগার দল।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান সংগ্রহ পায় পাকিস্তান। নাওয়াজ ১১ বলে ২১ রান করেন। আগা ৩৬ বল খেলে অপরাজিত ৫৩ রান করে হন ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার। ফখর জামান ও সাইম আয়ুবের জুটি কিছুটা আশা জাগালেও আফগান স্পিনের তোপে বেশি দূর এগোতে পারেননি তারা। আফগানিস্তানের হয়ে ফরিদ আহমদ ২ উইকেট নিলেও খরচ করেছেন ৪৭ রান।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে আফগানিস্তান । রশিদ খান কিছুটা প্রতিরোধ দেখালেও হাল ধরে রাখতে পারেননি বাকিরা। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৭ বলের ৩৮ রানে আউট হন।
এরপর নাওয়াজ ও হারিস রাউফ আফগানদের মিডল-অর্ডার গুড়িয়ে দেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৩ রানে থামে আফগানিস্তানের ইনিংস।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হারিস রাউফ। তিনি ৩.৫ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও মোহাম্মদ নাওয়াজ পেয়েছেন দুটি করে উইকেট।
উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক আরব আমিরাতের মোকাবিলা করবে পাকিস্তান। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।