spot_img

হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

অবশ্যই পরুন

এগিয়ে থেকেও শেষ হাসি হাসতে পারলো না বাংলাদেশ। অনেক সমীকরণ পেরিয়ে এশিয়া কাপ হকি খেলতে যাওয়া লাল-সবুজের প্রতিনিধিরা আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ ব্যবধানে হেরেছে। দলের হয়ে একমাত্র গোলটি করেন আশরাফুল ইসলাম।

শুক্রবার (২৯ আগস্ট) ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রতিপক্ষ একাধিকবার সুযোগ তৈরি করতে চাইলেও বাংলাদেশের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। ম্যাচের প্রথম কোয়ার্টার শেষ হয় গোলশূন্য ড্র’য়ে।

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আশরাফুল ইসলাম গোল করলে লিড পায় বাংলাদেশ। অবশ্য ম্যাচের এই অংশেই স্কোরবোর্ডে সমতা আনে মালয়েশিয়া।

‎তৃতীয় কোয়ার্টারে দুই দলই গোলের জন্য হন্যে হয়ে আক্রমণ করে। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে মালয়েশিয়াকে এগিয়ে দেন আখিমুল্লাহ। স্কোরলাইন ২-১ হওয়ার পর বাংলাদেশ একটু তেড়েফুঁড়ে আক্রমণ চালায়৷ তাতে অবশ্য গোল আদায় করতে পারেনি। উল্টো চতুর্থ কোয়ার্টারে আরও দুই গোল হজম করে মশিউর রহমানের দল।

উল্লেখ্য, চায়নিজ তাইপের বিপক্ষে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ