বেশ কিছু ভিসার মেয়াদ কমানোর প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণকারী এবং সংবাদমাধ্যম কর্মীদের জন্য ভিসার মেয়াদ সীমিত করতে চাইছে ট্রাম্প প্রশাসন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় বুধবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়।
নতুন প্রস্তাবে বলা হয়েছে, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়া ব্যক্তিদের ভিসার সর্বোচ্চ মেয়াদ হবে চার বছর। আর সংবাদমাধ্যম কর্মীদের ভিসার ক্ষেত্রে প্রস্তাবিত সীমা চীনা নাগরিকদের জন্য মাত্র ৯০ দিন, অন্য দেশের নাগরিকদের জন্য ২৪০ দিন নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবনায় আরও বলা হয়েছে, নির্ধারিত মেয়াদের পর ভিসাধারীরা চাইলে মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারবেন। তবে সেটি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের অনুমোদনের ওপর।
বর্তমানে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এফ (F) ক্যাটাগরি, সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রামে আগতদের জন্য জে (J) ক্যাটাগরি এবং বিদেশি সংবাদকর্মীদের জন্য আই (I) ক্যাটাগরি ভিসা দেওয়া হয়।
নতুন প্রস্তাবের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নির্দিষ্ট দেশের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের বৈষম্যমূলক প্রস্তাবের তারা তীব্র নিন্দা জানায়।
তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভিসাধারীদের আরও ভালোভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
চলতি বছর জানুয়ারিতে হোয়াইট হাউসের মসনদে বসার পর থেকেই কঠোর হাতে অবৈধ অভিবাসী বিতাড়নে নেমেছেন ট্রাম্প। তার সর্বশেষ প্রস্তাব গৃহীত হলে সংশ্লিষ্ট ভিসাধারীরা নমনীয় বৈধ মর্যাদা (লিগ্যাল স্ট্যাটাস) ধরে রাখার সুযোগ হারাতে পারেন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানে জন্য সেক্ষেত্রে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করতে হবে।
মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, বিগত ২০২৩-২৪ অর্থবছরে (১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর) এফ ক্যাটাগরিতে ১৬ লাখ, জে ক্যাটাগরিতে তিন লাখ ৫৫ হাজার এবং আই ক্যাটাগরিতে ১৩ হাজার ভিসা ইস্যু করা হয়েছে।
প্রস্তাবিত নীতি নিয়ে আগামী ৩০ দিন জনমত গ্রহণ করা হবে। ২০২০ সালে প্রথম মেয়াদের শেষ দিকেও প্রায় একই প্রস্তাব তুলেছিলেন ট্রাম্প। তখন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী অলাভজনক সংস্থা নাফসা এর বিরোধিতা করেছিল এবং ট্রাম্প প্রশাসনকে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। ২০২১ সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রস্তাবটি বাতিল করে।
সূত্র: রয়টার্স